• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১

  শরীয়তপুর প্রতিনিধি

০৭ মার্চ ২০২০, ২১:৩৩
লঞ্চ
দুর্ঘটনাকবলিত লঞ্চটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে (ছবি : দৈনিক অধিকার)

ছয় জন যাত্রী বহনকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা নদীতে লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে গেছে।

এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখন পর্যন্ত ওই ট্রলারসহ রাজিব রাঢ়ি (২০) নামে একজন নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে গুরুত্বর আহত অবস্থায় জাহাঙ্গির হাওলাদার (৪০) নামে অপর একজনকে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাচিকাটা খালের মুখের পশ্চিম পাশের নড়িয়া-চরআত্রা পয়েন্টের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান দৈনিক অধিকারকে জানান, ট্রলারটি ছয়জন যাত্রী নিয়ে সুরেশ্বর থেকে চরআত্রা দিকে যাচ্ছিল। পথিমধ্যে নড়িয়া-চরআত্রা পয়েন্টে ঢাকা থেকে ছেড়ে আসা ‘আলিবাবা’ লঞ্চটি ওই ট্রলারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতেই ঘটনাস্থলে যান। একপর্যায়ে স্থানীয় মাছ ধরার ট্রলারের সহযোগিতায় পাঁচজন যাত্রীকে উদ্ধার করা হয়। তবে রাজিব রাঢ়ি নামে ওই ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন : শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত লঞ্চটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড