• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আশুলিয়ায় গণপিটুনির শিকার বহিষ্কৃত যুবলীগ নেত্রী, আটক ৩

  সাভার প্রতিনিধি, ঢাকা

০৭ মার্চ ২০২০, ২১:০৪
গণপিটুনি
গণপিটুনির শিকার বহিষ্কৃত যুবলীগ নেত্রী মনিকা হাসান (ছবি : দৈনিক অধিকার)

ডিস ব্যবসা দখলে নিতে গিয়ে সাভারের আশুলিয়ায় স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয়েছেন মনিকা হাসান নামে বহিষ্কৃত এক যুবলীগ নেত্রী।

এ ঘটনায় তাকে গুরুতর আহতাবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার চাড়ালপাড়ার স্থানীয় সড়কে এই গণপিটুনির ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিকাশ দোকানি মোস্তফা (৪৫) ও আমির হোসেনসহ (৩৫) তিনজনকে আটক করে।

মনিকা হাসান আশুলিয়া থানা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আশুলিয়া থানায় ওই নেত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আশুলিয়ার গাজীরচট-চাড়ালপাড়া এলাকায় ডিস ব্যবসা নিয়ে স্থানীয় ব্যবসায়ী সোহাগের সঙ্গে বহিষ্কৃত ওই নেত্রীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই ব্যবসা দখলের জন্য যুব মহিলা লীগের বহিষ্কৃত ওই নেত্রী বিভিন্ন সময়ে এলাকার গ্রাহকের সংযোগ কেটে দিত। এরই জেরে দুপুরে ওই নেত্রী আবারও গ্রাহকের সংযোগ কাটতে থাকলে স্থানীয়দের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী একত্রিত হয়ে ওই নেত্রীকে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ডিস ব্যবসায়ী সোহাগ জানান, তিনি দীর্ঘ আট বছর ধরে ওই এলাকায় ডিস ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে মনিকা হাসান যুব মহিলা লীগের নেত্রী হওয়ার সুবাদে গত ছয় মাস থেকে তার ডিস ব্যবসা দখলের চেষ্টা করে আসছিল। এজন্য ওই নেত্রী বিভিন্ন সময় গ্রাহকদের সংযোগ কেটে দিয়ে তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিল।

বিষয়টিতে যুব মহিলা লীগের আশুলিয়া থানার সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) মনিকা হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান দৈনিক অধিকারকে বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে যুব মহিলা লীগ নেত্রীর ওপর হামলা চালানো হয়েছে।’

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘ডিস ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয়রা মহিলা লীগ নেত্রীর ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন : শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান দৈনিক অধিকারকে জানান, ডিস ব্যবসা নিয়ে স্থানীয় সোহাগের সঙ্গে যুব মহিলা লীগ নেত্রীর বিরোধ চলে আসছিল। তিনি ইতোমধ্যেই দু-পক্ষকে ডেকে এ ঘটনার একটি সমাধানও করে দিয়েছিলেন। তবে হঠাৎ করেই শনিবার এই মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড