• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনী প্রেসক্লাব নির্বাচনে জসিম সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক

  ফেনী প্রতিনিধি

০৭ মার্চ ২০২০, ১৩:১৪
ফেনী
বামে জসিম ডানে ইউসুফ (ছবি : দৈনিক অধিকার)

ফেনী প্রেসক্লাব নির্বাচনে জসিম উদ্দিন মাহমুদ সভাপতি ও এসএম ইউসুফ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এনএন জীবন ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে ক্লাবের ৪৩ জন সদস্যের মধ্যে ৪১ জনের ও ১৩ জন সহযোগী সদস্যের মধ্যে ১০ জনের উপস্থিতিতে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের গোপন ভোটে দৈনিক ডিজিটাল সময়ের সম্পাদক জসিম উদ্দিন মাহমুদকে (সভাপতি), ফেনী রিপোর্ট সম্পাদক ও দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি এসএম ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিশন ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহসভাপতি সিহাব উদ্দিন লিটন (ডেইলি নিউ নেশান/দৈনিক আমার সংবাদ)ও রোকসানা সিদ্দিকী (দৈনিক সমসাময়িক প্রতিদিন/সাপ্তাহিক ফেনীর সমসাময়িক), সহসাধারণ সম্পাদক কাফি দিদার (বিজয় টিভি) ও কাজী হাবীব উল্যাহ সুমন (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন (দৈনিক প্রতিদিনের সংবাদ/ডেইলি এশিয়ান এইজ), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী (মাই টিভি), প্রচার সম্পাদক মিজানুর রহমান (দৈনিক খবর পত্র/সাপ্তাহিক ফেনীর রবি), ক্রীড়া সম্পাদক ওমর ফারুক (দৈনিক সকালের সময়), সাহিত্য সম্পাদক সফি উল্যাহ (ইউএনবি/দৈনিক দেশ রূপান্তর), সমাজ কল্যাণ সম্পাদক হাসান মাহমুদ (দৈনিক আজকালের খবর), প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক আমাদের কণ্ঠ), তথ্য প্রযুক্তি সম্পাদক-এম শরিফ ভূঞা (আজকের সময়/দৈনিক সমসাময়িক প্রতিদিন), ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্যাহ, কার্যকরী সদস্য শাহজালাল রতন, জামাল উদ্দিন চুট্টু, আবুল কাসেম চৌধুরী, এনএন জীবন, জালাল উদ্দিন বাবলু, সৈয়দ মনির হোসেন।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড