• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহীতে বরযাত্রীবাহী নৌকাডুবি, ৩ জনের মৃত্যু

  সারাদেশ ডেস্ক

০৭ মার্চ ২০২০, ১০:০৮
রাজশাহী
নৌকাডুবিতে নিখোঁজ কনে (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহীর পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় অন্তত ১৭ জনকে উদ্ধার করা হলেও এখনো কনেসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকাধীন পদ্মা নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নৌকাডুবিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। অচেতন অবস্থায় তাদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া বোরকা পরা অপর এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বর্ণিল উৎসবের রেশ না কাটতে না কাটতেই শুরু হলো শোকের মাতম! এ ঘটনায় বর আসাদুজ্জামান রুমনকে (২৫) উদ্ধার করা হলেও কনে এখনো নিখোঁজ রয়েছেন। কনেসহ অন্যান্য আত্মীয়-স্বজনের খোঁজে নদীর তীরে আত্মীয়-স্বজনদের নিয়ে খুঁজছেন বর।

নিহতরা হলো- কনে সুইটির মামাতো বোন রোশনি (৭) ও রতনের মেয়ে মরিয়ম খাতুন (৮)। অপর নারীর নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডুবে যাওয়ার সময় ওই নৌকায় বর-কনেসহ প্রায় ৪০ জন যাত্রী ছিল।

কনে সুইটি খাতুনসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। বালুবাহী ট্রলারের সহায়তায় ১৪ জন প্রাণে বেঁচে যান। উদ্ধারকৃতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেই সাঁতরে নদীর পাড়ে গিয়ে ওঠেন। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, পদ্মার চর খানপুর থেকে বিয়ে করে কনেসহ বরযাত্রীবাহী একটি নৌকা রাজশাহী নগরীতে ফিরছিল। এই সময় যাত্রীসহ শ্রীরামপুর এলাকায় নৌকাটি ডুবে যায়।

আরও পড়ুন : বর-কনেসহ ৩৫ যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, নিহত ১

ফায়ার সার্ভিসের ডুবুরি ও বিজিবি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড