• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বর-কনেসহ ৩৫ যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, নিহত ১

  রাবি ও রাজশাহী প্রতিনিধি

০৬ মার্চ ২০২০, ২২:৪২
নৌকা
ডুবে যাওয়া ওই নৌকা দুটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিল (ছবি : দৈনিক অধিকার)

দুই নৌকার সংঘর্ষে বর-কনেসহ ৩৫ যাত্রী নিয়ে রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এক শিশুর লাশ উদ্ধারের পাশাপাশি বরসহ ১২ জনকে জীবিত উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস।

তবে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকাধীন পদ্মা নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম মরিয়ম (৪)। সে বসুয়া এলাকার রতনের মেয়ে। নৌকাডুবির ঘটনায় মরিয়মের বাবাও নিখোঁজ রয়েছেন।

এলাকাবাসীরা জানান, প্রায় ২০ দিন আগে জেলার পবা উপজেলার ডাঙ্গের হাট গ্রামের শাহীন আলীর মেয়ে সুইটি খাতুন পূর্মির সঙ্গে পদ্মা নদীর ওপারের চরখিদিরপুর গ্রামের মৃত ইনছার আলীর ছেলে আসাদুজ্জামান রুমনের বিয়ে হয়। শুক্রবার বরের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠান ছিল। পরে সন্ধ্যায় বর-কনেসহ ৩৫ জনের বেশি যাত্রী দুইটি নৌকায় করে কনের বাড়িতে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ দৈনিক অধিকারকে জানান, পদ্মা নদীর চরখিদিরপুর এলাকায় বৌ-ভাতের অনুষ্ঠান শেষে ওই নৌকা দুটি বর-কনে নিয়ে পবা উপজেলার ডাঙ্গের হাট এলাকায় যাচ্ছিল। দুই নৌকায় ৩৫ জনেরও বেশি যাত্রী ছিল। এদের মধ্যে অন্তত ১৭ জন নারী ও ৬ জন শিশু।

সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় ধাক্কা খেয়ে দুটি নৌকা পানিতে ডুবে গেলে যাত্রীদের মধ্যে ১২ জনকে জীবিত পাওয়া যায়। এদের মধ্যে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে এক শিশুর মৃত্যু হয়।

তিনি বলেন, ‘পদ্মার অপর পাড়ে কেউ উঠেছে কী না বা কতজন নিখোঁজ রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দমকল বাহিনীর ডুবুরি দল ও বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।’

আরও পড়ুন : পালিয়ে বিয়ের ৬ মাসেই লাশ গৃহবধূ, উধাও স্বামী

এ দিকে, নৌকাডুবির খবরে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ঘটনাস্থলেই অবস্থান করছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড