• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাইফ ও সম্পাদক বিকাশ

  শরীয়তপুর প্রতিনিধি

০৬ মার্চ ২০২০, ২১:৩৯
ছাত্র ইউনিয়নের
ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাইফ, সাধারণ সম্পাদক বিকাশ (ছবি : দৈনিক অধিকার)

ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা শাখার ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা উদীচী কার্যালয়ে জেলা সংসদের নেতা বিকাশ মন্ডলের সঞ্চালনায় ও আহ্বায়ক সাইফ রুদাদের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন করেন প্রগতিশীল ছাত্র জোটের নেতা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল। দুইদিনব্যাপী এ সম্মেলনে শিক্ষা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়ন সভাপতি ছাত্রনেতা রথীন্দ্রনাথ বাপ্পী, সাংস্কৃতিক সম্পাদক রিসালাত আহমেদ অর্নব এবং সাবেক ছাত্র নেতারা।

শুক্রবার (৬ মার্চ) বিকালে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ রুদাদ, সহ সভাপতি নুসরাত জাহান নভেরা, সাধারণ সম্পাদক বিকাশ মন্ডল, সহ সাধারণ সম্পাদক আতিক হাসান অপু, সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম রায়হান, কোষাধ্যক্ষ জয় ঘোষ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষা গবেষণা সম্পাদক সাথী ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব হাসান শুভ, সাংস্কৃতিক সম্পাদক সুপন শীল, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান সাজ্জাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তপন বাড়ৈ, সদস্য দোলা দাশ ও উর্মি দাশ।

আরও পড়ুন : ঝন্টু একজন নিঃস্বার্থ ও নিবেদিত রাজনীতিবিদ : শামা ওবায়েদ

নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ শেষে শুভেচ্ছা বক্তব্যে সভাপতি সাইফ রুদাদ ও সাধারণ সম্পাদক বিকাশ মন্ডল দৈনিক অধিকারকে বলেন, শিক্ষা অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে চারতারকা খচিত নীল পতাকার আলোকে জেলার সর্বত্র সূর্যরশ্মির মতন পৌঁছে দিতে কাজ করবে জেলা ছাত্র ইউনিয়ন।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড