• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সুযোগ সৌভাগ্যের : নাসিম

  সিরাজগঞ্জ প্রতিনিধি

০৬ মার্চ ২০২০, ২০:৪৩
সিরাজগঞ্জে নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম (ছবি : দৈনিক অধিকার)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করার সুযোগ পেয়ে জাতি আজ গর্বিত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সুযোগ পাওয়া বাঙ্গালির জীবনে বড়ই সৌভাগ্যের। মুজিব জন্মশতবার্ষিকী অনেকের জীবনে কোনো দিন আসেনি, আর আসবেও না। দেশের সব মানুষের কাছে উৎসবে পরিণত হয়েছে মুজিববর্ষ। অথচ বিএনপি রাজনৈতিক কারণে এর বিরোধিতা করছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খুদবান্দি এলাকায় নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কে এম হোসেন আলী হাসান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : করোনা রোধে শেবাচিম হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম পরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ নির্মাণকাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ সার্কিট হাউসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড