• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে ২শ বছরের প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার

  সিরাজগঞ্জ প্রতিনিধি

০৫ মার্চ ২০২০, ১৮:৩৩
রৌপ্য মুদ্রা
উদ্ধারকৃত প্রাচীন রৌপ্য মুদ্রা (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাড়ি নির্মাণের জন্য মাটি খননের সময় ২শ বছরের প্রাচীন ৩২টি রৌপ্য মুদ্রা পাওয়া গেছে।

বুধবার (৪ মার্চ) গভীর রাতে শ্রমিকদের নিকট থেকে মুদ্রাগুলো উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাসিবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে উল্লাপাড়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার জনৈক বাবুল মৃধার বাড়িতে বিল্ডিং নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিলেন চার শ্রমিক। খননের সময় মাটির নিচ থেকে রানি ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি প্রাচীন রৌপ্য মুদ্রা বেরিয়ে আসলে শ্রমিকরা সেগুলো ভাগাভাগি করে নিয়ে যায়। পরবর্তীকালে শ্রমিকরা মুদ্রাগুলো বিক্রির চেষ্টা করতে থাকলে পুলিশ বিষয়টি জানতে পারে। বুধবার রাতে শ্রমিকদের কাছ থেকে ওই মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন : গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মুদ্রাগুলো রানি ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ১৮০০ খ্রিস্টাব্দের। এগুলোর মধ্যে তিনটির গায়ে ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি ও ২৯টির গায়ে ওয়ান রুপি ইন্ডিয়া লেখা রয়েছে।

উদ্ধার হওয়া মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড