• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাটিরাঙ্গায় নিহতদের দাফন সম্পন্ন

  খাগড়াছড়ি প্রতিনিধি

০৫ মার্চ ২০২০, ০৯:২৭
খাগড়াছড়ি
নিহতদের দাফন (ছবি : দৈনিক অধিকার)

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাগানের গাছ কেটে গাড়িতে করে নেওয়াকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় বিজিবির গুলিতে নিহত একই পরিবারের তিনজনসহ চারজনের লাশ দাফন করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, দাফনের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল সাজানো দুটি পরিবার।

বুধবার (৪ মার্চ) দুই দফা নামাজে জানাজা শেষে স্থানীয় বটতলী কবরস্থানে মো. মফিজ মিয়াকে এবং সাহাব মিয়া ও তার দুই ছেলে আকবর আলী ও আহাম্মদ আলীকে ইসলামপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

সকালে মাটিরাঙ্গা থানা পুলিশ নিহত ৪ জনের লাশ হস্তান্তরের পর সোয়া ৮টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স গাজিনগর পৌঁছালে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে উঠে আকাশ-বাতাস। এই কান্না যেন থামছিল না। নিহতদের লাশ একনজর দেখতে শত শত মানুষ জড়ো হয় নিহতদের বাড়িতে।

পরে আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ১২টার দিকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রথম নামাজে জানাজা শেষ হয়। জানাজায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন ভূঁইয়া, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটনসহ স্থানীয়রা অংশ নেয়।

আরও পড়ুন : খাগড়াছড়িতে ৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

এতে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা থানার ওসি মো. শামসুদ্দিন ভূঁইয়া, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন ও নিহত সাহাব মিয়ার ছোট ভাই মো. আবু বকর ছিদ্দিক বক্তব্য রাখেন।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড