• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আশুলিয়ায় আগুনে পুড়ল ৯ বসতঘর

  সারাদেশ ডেস্ক

০৫ মার্চ ২০২০, ০৬:৫৩
অগ্নিকাণ্ড
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে (ছবি : প্রতীকী)

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাভারের আশুলিয়ায় ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট বুড়ির বাজার এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ ওই শ্রমিক কলোনিতে আগুন লাগে। এতে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই কলোনির ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ঝিনাইদহে আগুনে পুড়ে জীবন গেল বৃদ্ধের

অগ্নি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড