• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২০ দোকান

  সারাদেশ ডেস্ক

০৪ মার্চ ২০২০, ০৪:৪০
আগুন
ফাইল ছবি

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় সৌলরী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাজারের ২০টি দোকান পুড়ে গেছে।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বাজারে অবস্থিত কামাল মিয়ার মুরগির দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পায় আশেপাশের লোকজন। এরপর সে আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর রাত ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। কিন্তু তার আগেই পুড়ে যায় ২০টি দোকান।

আরও পড়ুন : সিলেটে আবাসিক হোটেলে আগুন

বানিয়াচং ফায়ার স্টেশনের ফাইটার মো. হৃদয় মিয়া বলেন, রাত ১টার দিকে কামাল মিয়ার মুরগির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ওডি/এমএমএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড