• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে সংসদ সদস্যের উপস্থিতিতে সংঘর্ষ : আহত ২০

  ঠাকুরগাঁও প্রতিনিধি

০৩ মার্চ ২০২০, ২১:৫০
ঠাকুরগাঁও
জেলার ম্যাপ

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে এমপির সামনেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে সভার চেয়ার।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে সংঘর্ষের বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করছে দলের নেতারা।

স্থানীয়রা জানায়, বিকালে মোহাম্মদপুর ইউনিয়ন চত্বরে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমারসহ জেলার অন্যান্য নেতাকর্মীরা।

বর্ধিত সভার দ্বিতীয় পর্বে সভাপতি পদে নামের তালিকা চায় নেতারা। সভাপতি পদে ৫ জনের নাম আসে সম্মেলনে উপস্থিতিদের কাছ থেকে। পরে সাধারণ সম্পাদকের নাম চায় নেতারা। শুরুতেই মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহাগের নাম আসে উপস্থিতিদের কাছ থেকে। পরে অন্যান্য প্রস্তাব কারিরা সাধারণ সম্পাদকের নাম দিতে চাইলে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে সোহাগ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজুল ইসলামের গ্রুপের সাথে সংঘর্ষ বাধে। এতে সিরাজুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। আহত হয় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন।

সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে। সোহাগ চেয়ারম্যানের লোকজন আমাকে ও আমার পক্ষের লোকদের মারধর করেছে। প্রার্থী হতে চেয়েছিলাম বলেই আমাকে মারধর করেছে।

এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী বলেন, তাকে বা তার লোকজনদের কেউ মারধর করেনি। শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়। কেউ অভিযোগ করলে করতে পারে। এ অভিযোগের কোন ভিত্তি নেই।

আরও পড়ুন : পরিবহনে যাত্রীর দেহ তল্লাশিতে পাওয়া গেল ডলার ও রুপি

এ বিষয়ে জানার জন্য ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড