• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালীতে ছাত্রলীগ কর্মী হত্যা, এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

  নোয়াখালী প্রতিনিধি

০৩ মার্চ ২০২০, ১৯:০৩
গ্রেপ্তার
গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি মো. রিফাত (ছবি : দৈনিক অধিকার)

নোয়াখালীতে আলোচিত ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন (২২) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রিফাতকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) বিকাল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১-এর পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন ভোররাত ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণনারায়ণপুর এলাকা থেকে র‌্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রিফাত ওই গ্রামের নতুন পীরের বাড়ির মৃত বেলাল হোসেনের ছেলে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ এবং সহকারী পুলিশ সুপার মো. মহিতুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল ভোররাতে কৃষ্ণনারায়ণপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন হত্যা মামলার ৫ নম্বর আসামি রিফাতকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : শাহ আমানতে ৮৩০ কার্টন বিদেশি সিগারেটসহ আটক ৩

গ্রেপ্তার রিফাতের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড