• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিপক্ষের হামলায় ঝরল ছেলের প্রাণ, হাসপাতালে বৃদ্ধ বাবা

  সুনামগঞ্জ প্রতিনিধি

০৩ মার্চ ২০২০, ১৫:৫৮
নিহত
প্রতিপক্ষের হামলায় নিহত যুবক শহীদ নুর (ছবি : দৈনিক অধিকার)

জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সুনামগঞ্জে শহীদ নুর (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

একই হামলায় গুরুতর আহত হলে শহীদের বাবা নাছির উদ্দিনকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাতে ইউপি সদস্য মনির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ঘাগটিয়া আদর্শ গ্রামের নাছির উদ্দিন ও তার ভাতিজা গোলাম কাদিরের মধ্যে মামলা-মোকদ্দমাসহ জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জেরে দুপুরে নাছির উদ্দিন ও তার ছেলে শহীদ নুর স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির সামনে আসলে ধারালো অস্ত্রসহ গোলাম কাদির তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় শহীদ নুরের পেটে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।

একপর্যায়ে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন বর্মন শহীদ নুরকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় তার বাবাকে সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

আরও পড়ুন : ৫ কেজি গাঁজাসহ ধরা পড়ল যুবক

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান দৈনিক অধিকারকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্তের পর মামলার ব্যবস্থা নেওয়া হবে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড