• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে উচ্ছেদ অভিযান শুরু

  ঝিনাইদহ প্রতিনিধি

০৩ মার্চ ২০২০, ১৪:১৭
ঝিনাইদহ
উচ্ছেদ অভিযান (ছবি : দৈনিক অধিকার)

ঝিনাইদহে নবগঙ্গা নদী দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে শহরের নবগঙ্গা নদীর চাকলাপাড়া অংশ থেকে উচ্ছেদ শুরু হয়।

এ সময় নদী দখল করে গড়ে ওঠা বেশ কিছু দোকান, দ্বিতল বাড়ি ভাঙা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেলিম রেজা, পানি উন্নয়ন বোর্ডের এসডি ফয়সাল আহমেদ, সদর থানার ওসি মিজানুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নবগঙ্গা নদীর মহিষাকুন্ডু শ্মশান ঘাট হতে পবহাটি ব্রিজ পর্যন্ত ৭৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। এগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

আরও পড়ুন : নড়াইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো বাধা আসেনি, বাধা আসলেও তা মানা হবে না। উচ্ছেদ কার্যক্রম তার গতিতেই চলবে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড