• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁয়ে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

  সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

০২ মার্চ ২০২০, ১৯:৫৩
সন্ত্রাসী হামলা
হামলার পর বাইরে ফেলে রাখা হয়েছে দোকানের মালামাল (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ধন্দিরবাজারে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তার দোকান ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (২ মার্চ) ওই ব্যবসায়ী বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে ব্যবসায়ী খাইরুদ্দিন উল্লেখ করেন, তিনি উপজেলার নোয়াগাও ইউনিয়নের চরকামালদী গ্রামের বাসিন্দা। গত ২০ বছর ধরে ধন্দিরবাজারে মুদি ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি আড়াইহাজার উপজেলার বল্লবদী গ্রামের দেলোয়ার হোসেন ও অলি উল্লাহসহ তাদের সন্ত্রাসী বাহিনী তার দোকান দখলে নেওয়ার পায়তারা চালাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার আবারো তাদের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে দোকান ভাঙচুর করে নগদ টাকা ও মালামাল লুটপাট করে। এতে বাধা দেওয়ায় তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন : নেশা করে বাবাকে মারধর, যুবকের ঠাঁই হলো জেলে

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড