• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে বিদেশি মদসহ ধরা খেল ৩ চীনা নাগরিক 

  বাগেরহাট প্রতিনিধি

০২ মার্চ ২০২০, ১৫:১৪
আটক
বিদেশি মদসহ আটক তিন চীনা নাগরিক ও দুই বাংলাদেশি মাদক কারবারি (ছবি : দৈনিক অধিকার)

৩০০ বোতল বিদেশি মদসহ বাগেরহাটে তিন চীনা নাগরিক ও দুই বাংলাদেশি মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে জেলার মোংলা উপজেলার পশুর নদীর সাইলো এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা অফিসার লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম এই তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- চীনের নাগরিক জে সনের ছেলে জেরী (২৬), জ্যাক জিয়াও চ্যাংয়ের ছেলে জ্যাক জিয়া (৩৩), এবং লিং হংয়ের ছেলে ফু (৩৩)।

এছাড়া আটক দুই বাংলাদেশি মাদক কারবারিরা হলো- হাসনাত (২৮) ও মো. রুমন সিকদার (৩২)। এর মধ্যে একজনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় এবং অপরজন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ডের গোয়েন্দা অফিসার লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটকদের কাছে পাওয়া বিদেশি মদ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল- এমন খবর কোস্ট গার্ডের কাছে ছিল। সেই সূত্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাশাপাশি জব্দ করা মাদকসহ আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১, আহত ৮

কোস্ট গার্ডের পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা প্রদানের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণেও কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড