• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগে দেবর-ননদ আটক

  দিনাজপুর প্রতিনিধি

০২ মার্চ ২০২০, ১৩:০৩
দিনাজপুর
দেবর ননদ (ছবি : দৈনিক অধিকার)

দিনাজপুরে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগে দেবর ও ননদকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- দিনাজপুর পৌর এলাকার মামুনের মোড়ের মিজানুর রহমানের ছেলে রাজ (২০) ও মেয়ে ময়ুরী বেগম (৩০)। গৃহবধূর স্বামী তানভীরুল রহমান রাহুল (২৬) পলাতক।

রবিবার (১ মার্চ) দিবাগত রাতে কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, গৃহবধূ রিয়া বেগম দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তার শরীরের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ ঝলসে গেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি জানান, রিয়া বেগম দিনাজপুরের সুইহারী মাঝাডাঙ্গা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে। ৪ বছর আগে দিনাজপুর পৌর এলাকার মামুনের মোড়ের মিজানুর রহমানের ছেলে তানভীরুল রহমান রাহুলের সঙ্গে তার বিয়ে হয়।

আরও পড়ুন : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

রবিবার রাত ৮টার দিকে দিনাজপুরের বাণিজ্য মেলা থেকে রিয়া বেগম, তার মা ও ভাবি মিলে সুইহারী মাঝাডাঙ্গা যাচ্ছিলেন। পথে হিরাহার পাকা রাস্তার ওপর রিয়ার স্বামী তানভীর রহমান রাহুলসহ আরও ৬ জন রিয়ার মা ও ভাবিকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে। রিয়া বেগম এগিয়ে গেলে তার স্বামী রাহুল ও অন্যরা তাকে এসিড নিক্ষেপ করে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড