• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পালিয়ে বিয়ে করার সিদ্ধান্তই কাল হলো যুবকের

  মেহেরপুর প্রতিনিধি

০১ মার্চ ২০২০, ২৩:৩০
নিহত
নিহত যুবক তপনের মরদেহ (ছবি : দৈনিক অধিকার)

মেহেরপুরে প্রেমিকার স্বজনদের বিরুদ্ধে তপন (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (১ মার্চ) দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

এর আগে শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোপালপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

নিহত তপন গোপালপুর গ্রামের আনছার আলীর ছেলে।

অপরদিকে প্রেমিকা রোমানা (১৬) একই উপজেলার বুড়িপোতা গ্রামের রশিদুল ইসলামের মেয়ে।

তপনের প্রেমিকা রোমানা জানান, দীর্ঘদিন ধরে তার সঙ্গে একই উপজেলার গোপালপুর গ্রামের তপনের প্রেমের সম্পর্ক চলছিল। এই সূত্রে তাদের শনিবার রাতে পালিয়ে বিয়ে করার কথা ছিল।

পরে কথামতো তপন রাত সাড়ে ১১টার দিকে তার এক বন্ধুকে নিয়ে বুড়িপোতা এলাকায় যায়। এ সময় রোমানা রাস্তায় বের হলে চৌকিদার আনোয়ার হোসেন নামে তার স্থানীয় সম্পর্কের এক মামা তাদের দেখে ফেলে। পরে আনোয়ারসহ গ্রামের বেশ কয়েকজন গাছের ডাল দিয়ে তপনকে পিটিয়ে গুরুতর আহত করে।

একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কিছু যুবক তপনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ দিকে, রবিবার সকালে তপনের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাজশাহী নেওয়ার পথে দুপুরের দিকে তপনের মৃত্যু হয়।

আরও পড়ুন : কুপিয়ে পুলিশ স্বামীকে রক্তাক্ত করল স্ত্রী

এ ব্যাপারে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দ্বারা দৈনিক অধিকারকে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড