• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এলোপাতাড়ি পিটিয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীকে হত্যা

  টাঙ্গাইল প্রতিনিধি

০১ মার্চ ২০২০, ১৮:১৭
লাশ
নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকালে পুলিশ (ছবি : দৈনিক অধিকার)

এলোপাতাড়িভাবে পিটিয়ে টাঙ্গাইলে মো. শামছুল হক (৫০) নামে পল্লী বিদ্যুতের এক শ্রমিক সর্দারকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১ মার্চ) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার লতিফপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নিহত শামছুল হক দেলদুয়ার উপজেলার কৈজুরী এলাকার দুখু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের এএসআই মো. নবীন দৈনিক অধিকারকে জানান, প্রতিদিনের ন্যায় শামছুল হক টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ অফিসে কাজ শেষে রাতে ব্যাটারিচালিত অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার লতিফপুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে।

একপর্যায়ে দুর্বৃত্তরা শামছুল হককে আটকে রেখে তার সঙ্গে থাকা অপর যাত্রী মো. হালিম মিয়া ও অটোরিকশার চালককে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন। এতে ঘটনাটি আঁচ করতে পেরে অটোরিকশা চালকসহ হালিম মিয়া স্থানীয়দের ডাকাডাকি করতে থাকেন। কিন্তু ততক্ষণে দুর্বৃত্তরা শামছুল হককে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

পরবর্তীকালে ডাকাডাকিতে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় গুরুতর অবস্থায় শামছুল হককে উদ্ধার করে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বিয়ের ৬ মাসেই লাশ হলো গৃহবধূ

ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের এএসআই মো. নবীন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড