• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিবন্ধী পরিবারের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ

  সাভার প্রতিনিধি, ঢাকা

০১ মার্চ ২০২০, ১৭:৪৪
দেওয়াল নির্মাণ
বাড়ির সামনে দেওয়াল নির্মাণ ( ছবি : দৈনিক অধিকার )

ঢাকার ধামরাই উপজেলায় প্রতিবন্ধী ও বৃদ্ধ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে জলিল পাগলা (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ব্যাপারে রবিবার (১ মার্চ) দুপুরে ধামরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য শহিদুল ইসলাম।

জিডি সূত্রে জানা যায়, ৭ শতাংশ জমিতে গত ৪ বছর ধরে এক তলা ভবন নির্মাণ করে বসবাস করে আসছে ভুক্তভোগী পরিবার। ভবনের পাশের সরু রাস্তা দিয়ে প্রতিবন্ধী পরিবারসহ আশেপাশের লোকজন চলাফেরা করে আসছে। ওই রাস্তা ছাড়া লোকজনের চলাচলের অন্য কোনো রাস্তা নেই।

গত ২৮ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে আব্দুল জলিল পাগলা (৫০), আফজাল (২৮) ও মহসিন (২৪) প্রতিবন্ধী ওই পরিবারের জমির ওপর দিয়ে দেওয়াল নির্মাণ করেছে। এতে প্রতিবন্ধী পরিবারসহ আশেপাশের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যায়। এর পতিবাদ করলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠে।

এ ব্যাপারে ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, ৪ বছর আগে অভিযুক্তদের আশ্বাসে বাড়ি নির্মাণ করেছি। কিন্তু এখন তারা রাস্তা বন্ধ করে দিয়ে প্রতি বছরে ৫০ হাজার টাকা দিতে দাবি করে। এতে রাজি না হওয়ায় তারা দেওয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত আফজাল বলেন, আমাদের জমির ওপরে দেওয়াল দিয়েছি। তারা ৫০ হাজার টাকা দিতে চেয়ে ওই জমির কিছু অংশে ফসল ফলানো থেকে বিরত রাখে আমাদের। টাকা চাইলে তারা ১০ হাজার টাকা দেয়। তাই আমরা দেওয়াল নির্মাণ করেছি।

প্রতিবন্ধী আব্দুল গফুর বলেন, আমাদের রাস্তা দেওয়ার কথা বলে তারা ৫০ হাজার টাকা নিয়েছে। কিন্তু তারা রাস্তা না দিয়ে উল্টো দেওয়াল নির্মাণ করে দিয়েছে। আমরা এখন ঘর থেকে বের হতে পারছি না। ঝোপঝাড় দিয়ে আমাদের বের হতে হচ্ছে।

আরও পড়ুন: স্ত্রীকে নির্যাতনের পর চুল কেটে দেয় স্বামী

ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ব্যাপারে ধামরাই উপসহকারী কমিশনার (ভুমি) অন্তরা হালদার জানান, এ সংক্রান্ত অভিযোগ এখনো আসেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড