• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চার শিক্ষার্থী নিহতের প্রতিবাদে উত্তাল দুর্গাপুর

  নেত্রকোণা প্রতিনিধি

০১ মার্চ ২০২০, ১৭:৩২
নেত্রকোণা
ছবি : জেলার ম্যাপ

বালুবাহী ট্রাকের ধাক্কায় চার শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা।

রবিবার (১ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা।

বিক্ষোভ চলাকালে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

এদিকে উপজেলার ঝানঝাইল উচ্চ বিদ্যালয়, কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ও বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভে সংহতি প্রকাশ করেন স্থানীয় সাহিত্য সাংস্কৃতিক কর্মীরাও। তারা বলেন, আর কত রক্ত দিলে বন্ধ হবে সড়কে মৃত্যুর মিছিল, প্রশাসন বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত সড়কে মৃত্যুর মিছিল থামছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ থেকে সরবেন না বলেও জানান। দুর্গাপুর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও উম্মে কুলসুম বলেন, আলোচনা প্রেক্ষিতে দাবি মানার আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার রাতে উপজেলার কালা মার্কেট (শান্তিপুর) বালুবাহী ট্রাক চাপায় থাকা চার শিক্ষার্থী মারা যায়।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড