• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও রাজশাহী মহানগর আ. লীগের নেতৃত্বে লিটন-ডাবলু

  রাজশাহী প্রতিনিধি

০১ মার্চ ২০২০, ১৫:৩০
ত্রি-বার্ষিক সম্মেলন
আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যরা (ছবি : দৈনিক অধিকার)

আবারও রাজশাহী মহানগর আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছেন লিটন ও ডাবলু।

দীর্ঘ পাঁচ বছর পর আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক হিসেবে ডাবলু সরকারের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (১ মার্চ) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ত্রি-বার্ষিক এই সম্মেলনের আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে প্রথম অধিবেশনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার আগে ওবায়দুল কাদের বলেন, নেতৃত্বে যারা আসবে আগামী এক মাসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে। অন্যথায় দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি দলকে সুসংগঠিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুন : বগুড়া-১ আসনের ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খায়রুজ্জামান লিটন সভাপতি হিসেবে নির্বাচিত হন। আর নেতাকর্মীদের ভোটের মাধ্যমে ডাবলু সরকার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তবে এবার দুটি পদের কোনোটিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড