• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের নির্বাচন আজ

  পাবনা প্রতিনিধি

০১ মার্চ ২০২০, ১২:৪০
পাবনা
পাবনা প্রেসক্লাব (ছবি : দৈনিক অধিকার)

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২০-২০২২) নির্বাচন রবিবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সভাপতি পদে দুইজন, সম্পাদক পদে ২ জনসহ বিভিন্ন পদে ৩৩ জনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়েছিল।

আখতারুজ্জামান আখতার- কামাল সিদ্দিকী ১৬টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবিএম ফজলুর রহমান -সৈকত আফরোজ আসাদ প্যানেলে ১৭টি পদের সবকয়টিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে।

পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক ২০২০-২০২২ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান জানান, উৎসবমুখর পরিবেশে সবাই মনোনয়ন জমা দিয়েছেন। আজ বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : গাছে স্ত্রীর লাশ, মাটিতে স্বামীর

১৯৬১ সালের ১ মে পাবনায় প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়েছিল। জাতীয় প্রেসক্লাবের পর জেলা পর্যায়ে পাবনায় প্রথম প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। এ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র গত বছর একুশে পদকে ভূষিত হন।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড