• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিরসরাইয়ে অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের যাত্রীরা

  মিরসরাই প্রতিনিধি

০১ মার্চ ২০২০, ০৯:২২
চট্টগ্রাম
ট্রেন রক্ষা পেল (ছবি: দৈনিক অধিকার)

মিরসরাইয়ে অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের শত শত যাত্রী। লাইনের ওপর দাঁড়িয়ে থাকা ভটভটিকে ধাক্কা দিলে ৩শ গজ দূরে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রায় আধ ঘণ্টা ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।

চিনকী আস্তানা রেলস্টেশন মাস্টার মইনুল হুদা মজুমদার জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেন মুহুরীগঞ্জ স্টেশন ছাড়ে শনিবার ২টা ১৮ মিনিটে। ধুমঘাট ব্রিজ এলাকায় আজমনগর গ্রামীণ সড়ক ক্রসিংয়ে লাইনে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ভটভটিকে ধাক্কা দেয়। এরপর প্রায় ৩শ গজ দূরে কমফোর্ট হাসপাতালের পাশে এসে ট্রেন থেমে যায়।

তিনি আরও বলেন, ট্রেন চালকের দূরদর্শী নিয়ন্ত্রণের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেন ও যাত্রীরা। প্রায় আধ ঘণ্টা ট্রেন দাঁড়িয়ে থাকার পর চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন : মাদকের আখড়া থেকে ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক জয় দ্রুত চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তবে কোনো হতাহত হয়নি।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড