• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিরসরাইয়ে বাস-লরির সংঘর্ষে নিহত ১, আহত ১০

  মিরসরাই প্রতিনিধি, চট্টগ্রাম

২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৮
লাশ
দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ (ছবি : প্রতীকী)

যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রুতগামী লরির সংঘর্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মহসিন ভূঁইয়া (৩২) নামে একজন নিহত হয়েছেন।

একই দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হলে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে মিরসরাই উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন ভূঁইয়া উপজেলার ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়া এলাকার হেঞ্জু ভূঁইয়া বাড়ির মৃত জেবল হোসেন টুনুর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার দৈনিক অধিকারকে জানান, ভোরে চট্টগ্রামমুখী ‘উত্তরা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লরির সংঘর্ষ হয়। এ সময় আত্মরক্ষার্থে যাত্রীবাহী বাসের সহকারী লাফ দিলে লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় আহত প্রায় ১০ জনকে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : করোনা আতঙ্কে হাসপাতালে ২৯ নারী, পালাল ভর্তি রোগীরা

তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুইটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড