• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আতঙ্কে হাসপাতালে ২৯ নারী, পালাল ভর্তি রোগীরা

  নীলফামারী প্রতিনিধি

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৫
করোনা ভাইরাস
করোনা ভাইরাস আতঙ্কে হাসপাতালে ভর্তিদের মধ্যে কয়েকজন নারী শ্রমিক (ছবি : দৈনিক অধিকার)

দেশের উত্তরবঙ্গের জেলা নীলফামারীতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস আতঙ্ক। প্রাণঘাতী এই ভাইরাসের আতঙ্কে নীলফামারী পৌর শহরে জ্ঞান হারিয়ে একটি চীনা কোম্পানির ২৯ জন নারী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পৌর শহরের মধ্য হাড়োয়া এলাকার ‘গোল্ড টাইমিং ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে’ এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে চীনা ওই কোম্পানিতে হঠাৎ করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কর্মরত নারী শ্রমিকরা জ্ঞান হারিয়ে একে একে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই ভাইরাসের আতঙ্কে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন রোগী।

ওই কোম্পানির লাইনম্যান লাকি আখতার দৈনিক অধিকারকে বলেন, প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে শ্রমিকেরা এসে কাজে যোগ দেয়। তারা সকলেই যে যার মতো কাজ করছিল। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত শ্রমিকেরা হঠাৎ করেই অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়তে থাকে। এ সময় দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।

এ দিকে, হাসপাতালে এই ভাইরাসের খবর ছড়িয়ে পড়লে অনেক ভর্তি রোগী যে যার মতো দ্রুত হাসপাতাল ত্যাগ করে। এতে ছোটাছুটি করে পালাতে গিয়ে অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে ওই কোম্পানির জুনিয়র নির্বাহী কর্মকর্তা আবু বক্কর জানান, অসুস্থ নারী শ্রমিকদের চিকিৎসা চলছে। হাসপাতালে তাদের চিকিৎসার ব্যয়ভার কোম্পানি বহন করবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ৫ দোকানঘর

নীলফামারী আধুনিক সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. আশিকুর রহমান দৈনিক অধিকারকে বলেন, ‘এটা এক ধরনের মনস্তাত্ত্বিক রোগ। খুব দ্রুতই এটি একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে ভর্তি হওয়া রোগীদের শরীরে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব নেই। এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড