• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেষ সম্বলটুকু কেড়ে নিল আগুন

  তালতলী প্রতিনিধি, বরগুনা

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৪
অগ্নিকাণ্ড
দোকানে অগ্নিকাণ্ড ( ছবি : দৈনিক অধিকার )

বরগুনার তালতলী উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ল তামিল সাইমন ভ্যারাইটিজ স্টোর নামে একটি দোকান। স্টোরটির মালিক বশির হাওলাদার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার পচাকোড়ালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বশির।

সব সম্পত্তি বিক্রি ও ঋণ করে বছর খানেক আগে একটি ফলের দোকান দিয়েছিলেন বশির হাওলাদার। শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার দোকানে অগ্নিকাণ্ড ঘটে। আর এতেই দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান বশির হাওলাদার। পরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই দোকানটি পুড়ে যায়। এ দিকে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসতে পারেনি ফায়ার সার্ভিস। কারণ হিসেবে জানা যায়, পাশের আমতলী উপজেলার বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ পণ্ড

বশির হাওলাদার বলেন, ‘আগুনে আমার শেষ সম্বলটুকু এখন ছাই হয়ে পড়ে রয়েছে। আমি পথে বসে গেলাম।’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম মিয়া জানান, বশির হাওলাদারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড