• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কক্সবাজারে বাস থেকে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

  কক্সবাজার প্রতিনিধি

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২২
কক্সবাজারে বাস থেকে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা (ছবি : দৈনিক অধিকার)

টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলার রামু থানাধীন চেইন্দ্যা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই ক্যাম্পের মৃত করিম উল্লাহর ছেলে এহছান উল্লাহ (২২)।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) শেখ সাদী বলেন, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। মূলত বাসটির দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তাদের দুইজনকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।

আরও পড়ুন : চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণে আহত ৫

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত দুইজন ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড