• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোদীর আগমনের প্রতিবাদে আজ হেফাজতের বিক্ষোভ

  সারাদেশ ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৩
মোদীর আগমনের প্রতিবাদে আজ হেফাজতের বিক্ষোভ
হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী (ছবি : সংগৃহীত)

ভারতে বিতর্কিত এনআরসি ও সিএএ ইস্যুতে মুসলিম গণহত্যা, মসজিদ ধ্বংস ও মুজিববর্ষে বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন নিয়ে দেশব্যাপী চলছে তীব্র সমালোচনা। এমন প্রেক্ষাপটে বিষয়গুলোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সম্মুখস্থ ডাক বাংলো চত্বরে সংগঠনটি বিক্ষোভ পালন করবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে হেফাজতের পৌরসভা কমিটির এক জরুরি সভায় সিদ্ধান্তটি গৃহীত হয় বলে জানিয়েছেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির প্রচার সম্পাদক মাওলানা শফিউল্লাহ।

মোদীর আগমনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর আল্লামা শাহ আহমদ শফী। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আরও পড়ুন : ভারতে প্যান্ট খুলে সাংবাদিকের ধর্ম যাচাই!

উল্লেখ্য, সমাবেশে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে দলমত নির্বিশেষে যোগদান করার আহ্বান জানিয়েছেন হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড