• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত কমান্ডার ফটিক মাস্টার 

  নরসিংদী প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৭
যুদ্ধকালীন
যুদ্ধকালীন থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান ফটিক মাস্টারের জানাজার নামাজ (ছবি : দৈনিক অধিকার)

শ্রদ্ধা, ভালোবাসা ও রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, যুদ্ধকালীন থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান ফটিক মাস্টার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ধানুয়াস্থ শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান, উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার।

আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আবদুর রউফ সরদার, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোতালিব পাঠান, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মান্নান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, সৈয়দ সিরাজ উদ্দিন, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুস ছাদেক, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঞা প্রমুখ।

বক্তব্য শেষে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীর, সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন ও শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান।

রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্থানীয় সংসদ সদস্য মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীর, পুলিশ সুপারের পক্ষে সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরহুমের নিজ বাড়ি উপজেলার বাঘাব ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন :ভৈরবে আইভি রহমান পৌর স্টেডিয়ামের উদ্বোধন

উল্লেখ্য ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায় দীর্ঘদিনের অসুস্থতা জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড