• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মনোনয়ন জমা

  রাজবাড়ী প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৬
মনোনয়নপত্র
আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা মুন্সি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন (ছবি : দৈনিক অধিকার)

আগামী ২৯ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন। এ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ৭ প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা মুন্সি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনসহ অনেকে।

অপরদিকে, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল বেলা ৩টার দিকে কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মাহবুব আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়া, সদ্য প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের পুত্র ডা. আরিফুজ্জামান ও শেখ সুলতান মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৯ মার্চের নির্বাচন। এ নির্বাচনে ৯১ হাজার ৬শ ৩৫ জন ভোটারের মধ্যে ৪৬ হাজার ২শ ৬৪ জন পুরুষ ও ৪৫ হাজার ৩শ ৭১ জন নারী ভোটার রয়েছে। আগামী ১ মার্চ মনোনয়ন পত্র বাছাই ও ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

আরও পড়ুন : সম্পর্কের কলহে অপরাধ বাড়ছে

উল্লেখ্য গত বছর ২১ মার্চ গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এবিএম নুরুল ইসলাম ১৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এ কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন হতে যাচ্ছে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড