• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাটোরে ৩৭ মামলার আসামি গ্রেপ্তার

  নাটোর প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৩
গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আসামি ( ছবি : দৈনিক অধিকার )

নাটোরের গুরুদাসপুর উপজেলার ১৬ মামলার সাজাপ্রাপ্তসহ ৩৭ মামলার আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সাবেন আলী (৪৬)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাবেন আলী গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া এলাকার বারশেদ আলী শাহর ছেলে।

নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ব্যবসায়ী সাবেন আলী গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে চাল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছিলেন। এ সময় তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে বাকিতে চাল ক্রয় করে ঢাকার বিভিন্ন মোকামে কম দামে বিক্রি করতেন। ব্যবসায় ধারাবাহিকভাবে লোকসান হওয়ার কারণে দেউলিয়া হয়ে যায় সে। এতে অন্তত ৫০ জন তার কাছ থেকে ১৫ কোটি টাকা পেয়ে থাকেন। পাওয়ানাদারের টাকা পরিশোধ করতে না পারায় তার নামে গুরুদাসপুর থানাসহ আদালতে অন্তত ৩৭টি মামলা দায়ের করে ভুক্তভোগীরা।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৮টি ভবন ভেঙে দিল রাজউক

এরমধ্যে ১৬টি মামলায় সে এক বছর করে দণ্ডপ্রাপ্ত ছিল। বাকি ২১টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা এবং সাজা মাথা নিয়ে গত ৩ বছর আগে সে গুরুদাসপুর থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুদাসপুর থানা পুলিশ ৭ দিন ধরে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড