• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোটালীপাড়ায় নারীর শ্লীলতাহানি, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

  গোপালগঞ্জ প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৩
সংঘর্ষ
সংঘর্ষ (ছবি : প্রতীকী)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার কুশলা ইউনিয়নের আমবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আমবাড়ি গ্রামের নুর ইসলাম শেখের ছেলে ফারুক শেখ (৪০) পাশের বাড়ির এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর কলেজ পড়ুয়া ছেলের সঙ্গে ফারুখ শেখের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। এদের মধ্যে গুরুতর রফিকুল ইসলাম (৫৫), মাহমুদ ইরান (৩৭), ইসমাইল শেখ (২২) ও ফারুক শেখকে (৪২) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদিকে আহত ইসমাইল ও ফারুকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন : নরসিংদীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে গাভীসহ বসতঘর পুড়ে ছাই

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, সংঘর্ষের এ ঘটনায় দুইটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড