• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়া উপজেলা আ. লীগের সম্মেলন স্থগিত

  বগুড়া প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৫
বগুড়া
সম্মেলন (ছবি : দৈনিক অধিকার)

পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী মার্চে বগুড়ার ৯ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। তারিখ ঘোষণার পর স্থানীয়ভাবে প্রস্তুতি শুরু করলেও কেন্দ্রীয় নির্দেশে স্থগিত করা হয়েছে সম্মেলন। মার্চে মুজিব শতবর্ষের কর্মসূচি থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। তবে এপ্রিলে সম্মেলনের তারিখ ঘোষণা হতে পারে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু জানান, বগুড়ার ৯ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলা আওয়ামী লীগ সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে। তবে মার্চ মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচি শুরু হবে। এ কারণেই কেন্দ্রীয় কমিটি এ মাসে উপজেলা সম্মেলন স্থগিত করেছে। পরবর্তীকালে এপ্রিল মাসে নতুন তারিখ ঘোষণা হতে পারে বলে তিনি জানান।

জেলা আ. লীগের সাবেক প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি জানান, ইতোপূর্বে বগুড়ার সভায় ১৫ মার্চের মধ্যে ৪ উপজেলার সম্মেলনের নির্দেশনা দিয়েছিলেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সেই অনুযায়ী জেলা কমিটির সভায় দুপচাঁচিয়া উপজেলা ১১ মার্চ, শাজাহানপুর উপজেলা ১৩ মার্চ, শিবগঞ্জ উপজেলা ১৪ মার্চ, নন্দীগ্রাম উপজেলা ১৫ মার্চ, শেরপুর উপজেলা ২৫ মার্চ, কাহালু উপজেলা ২৮ মার্চ, গাবতলী উপজেলা ২৯ মার্চ, আদমদীঘি উপজেলা ৩০ মার্চ এবং বগুড়া সদর উপজেলা ৩১ মার্চ সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করা হয়। তবে কেন্দ্রীয় কমিটি মার্চ মাসে সম্মেলন স্থগিত করেছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, সম্মেলন স্থগিত হলেও পরবর্তীকালে তারিখ পুনরায় ঘোষণা করা হবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সদর উপজেলায় মুজিব শতবর্ষের কর্মসূচি সফলের লক্ষ্যে এখন নেতাকর্মীরা কাজ করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড