সুনামগঞ্জ প্রতিনিধি
দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সুনামগঞ্জে মো. ইসমাইল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলার দিরাই উপজেলার সীমান্তবর্তী কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজার সংলগ্ন আকিলশাহ-হাতিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল ওই পথচারী বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন ওই বৃদ্ধকে উদ্ধার করে মার্কুলী বাজারে এনে স্থানীয় এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেন। একপর্যায়ে অবস্থার অবনতি হলে চিকিৎসক ইসমাইল মিয়াকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীকালে দুপুরের দিকে সিলেটে নেওয়ার পথে ইনাতগঞ্জ এলাকায় বৃদ্ধ ইসমাইল মিয়ার মৃত্যুর হয়।
আরও পড়ুন : পূর্বশত্রুতার জেরে যুবক খুন
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম দৈনিক অধিকারকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ওডি/আইএইচএন
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড