• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

  ময়মনসিংহ প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১০
ছুরিকাঘাতে হত্যা
ঘাতক চাচা নূরে আলম (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা মইন শাহকে (১৬) ছুরিকাঘাতে হত্যা মামলায় চাচা নূরে আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ রায় দেন। তবে আদালতের রায়ে ৭ দিনের মধ্যে এ আদেশের ব্যাপারে আপিলের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর পূর্বপাড়া এলাকার নূরে আলমের সঙ্গে তার ভাই আশরাফুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ঘটনার দিন ২০১৬ সালের ৩০ অক্টোবর বাড়ি থেকে শহরে যাওয়ার পথে রাস্তায় আটকে পূর্বপরিকল্পিতভাবে নূরে আলম ছুরিকাঘাতে হত্যা করে ভাতিজা মঈন শাহকে।

পরে এ ঘটনায় ওইদিন রাতে নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য শুনানি শেষে বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে অভিযুক্ত নূরে আলমকে ফাঁসির আদেশ দেন আদালত।

আরও পড়ুন : মুন্সিগঞ্জে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ২৮ ফেব্রুয়ারি

মামলায় সরকার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট বিশ্বনাথ পাল।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড