• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আটকে পড়া নসিমনকে ট্রেনের ধাক্কা, আহত ৫

  ময়মনসিংহ প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪০
ট্রেন
ময়মনসিংহে রেললাইনে আটকে পড়া নসিমনকে ধাক্কা দেয় চলন্ত ট্রেন (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহে রেললাইনে আটকে পড়া নসিমনকে ধাক্কা দেয় চলন্ত ট্রেন। এতে আহত হয় ৫ জন। এ ঘটনার পর প্রায় আধাঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গফরগাঁও উপজেলার অনুমোদনহীন শহীদনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত ৫ ট্রেনযাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের শহীদনগর এলাকায় অনুমোদনহীন রেলক্রসিং পারাপারের সময় নসিমন রেললাইনে আটকে যায়। ঠিক এ সময় বিপরীত পাশ থেকে ট্রেন আসতে দেখে চালকসহ যাত্রীরা নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। এ সময় ট্রেনের ধাক্কায় নছিমনটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রেনের হাওয়ার পাইপটি ছিঁড়ে ট্রেনটি থেমে যায়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ট্রেনের হাওয়ার পাইপটি মেরামত করে ট্রেন ঘটনাস্থল ছেড়ে যায়।

আরও পড়ুন : লামায় কম্বল বিতরণ

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উল্টে যাওয়া নসিমন উদ্ধার করা হয়েছে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড