• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

লামায় কম্বল বিতরণ

  লামা প্রতিনিধি, বান্দরবান

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫০
বিতরণ
মুজিব শতবর্ষ উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় কম্বল বিতরণ করেছে জেলা পরিষদ (ছবি : দৈনিক অধিকার)

মুজিব শতবর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বান্দরবানের লামা উপজেলার আবাসিক ছাত্রাবাস, এতিমখানা, হেফজখানা ও শিশু সদনসহ নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করেছে জেলা পরিষদ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে প্রতিষ্ঠান প্রধানদের হাতে এ কম্বল তুলে দেয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল।

কম্বল পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবাসিক ছাত্রাবাস, মহামুনি শিশু সদন, মধুঝিরি নুরানি একাডেমি ও এতিমখানা, তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মেরাখোলা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, ত্রিশডেবা জীনামেজু অনাথ আশ্রম, সুর্যালো শিশু সদন, রুংলন থারবা ছাত্রাবাস, ফাইতং নয়াপাড়া ইসলামী শিশু সদন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণ পদক নিলেন নান্দাইলের নাঈম

আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি উনুসাং মার্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সুন্দরী মার্মা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছাত্রলীগের সভাপতি মংক্যহ্ণা মার্মা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীনসহ অনেকে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড