• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে স্বর্ণ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  ফেনী প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৪
গ্রেপ্তার
আন্তঃজেলা স্বর্ণ প্রতারক চক্রের মূল হোতা আরিফসহ গ্রেপ্তার পাঁচ (ছবি : দৈনিক অধিকার)

ফেনীতে আন্তঃজেলা স্বর্ণ প্রতারক চক্রের মূল হোতা আরিফসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শহরের হাজারী রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলো- আরিফ হোসেন, জহিরুল ইসলাম, মন্টু মিয়া, সাহাব উদ্দিন ও শহীদ উদ্দিন। আরিফ লক্ষ্মীপুরের চাঁদখালী গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে ও তার সহযোগী হলো জহিরুল, মন্টু, সাহাব ও শহীদ একই জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোতাহারের নেতৃত্বে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শহরের হাজারী রোডের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় প্রতারক চক্রের মূলহোতা আরিফসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলা থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় আরিফের কাছ থেকে দুইটি গোল্ডেন রঙের স্বর্ণ সদৃশ তামার তৈরি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চলার পথে নারী ও বিভিন্ন ব্যবসায়ীদের নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণা করে আসছিল।

আরও পড়ুন : সোনারগাঁয়ে মর্ডান গ্রুপের কাজ বন্ধ করল প্রশাসন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফেনী জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক এম এ নুরুজ্জামান বলেন, গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড