• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁয়ে মর্ডান গ্রুপের কাজ বন্ধ করল প্রশাসন

  সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৫
মেঘনা নদী
মেঘনা নদী দখল (ছবি : দৈনিক অধিকার)

মেঘনা নদী পরিবেষ্টিত সোনারগাঁ উপজেলার নুনেরটেক এলাকার পার্শ্ববর্তী চর হাজী মৌজায় মেঘনা নদী দখলের অভিযোগ উঠেছে মর্ডান গ্রুপের বিরুদ্ধে। গাছের গুঁড়ি ও টিনের বেড়া দিয়ে মেঘনার তীরবর্তী প্রায় ৭০ ফিট সরকারি জমি ইতোমধ্যে তারা দখলে নিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে মর্ডান গ্রুপের সবধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী চরহাজী মৌজার কয়েকশ বিঘা জমিতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে মডার্ন গ্রুপ। স্থানীয় প্রভাবশালী আবুল হাসেম কোম্পানির পক্ষে কৃষকদের কাছ থেকে সব জমি না কিনেই তারা জোরপূর্বক বাঁধ নির্মাণ করেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

বাঁধ নির্মাণের পর তারা এখানে ড্রেজারের মাধ্যমে বালি ভরাট করবেন বলে জানা গেছে। এছাড়া তারা সেখানে মেঘনা নদী দখল করে গাছের গুঁড়ি ও টিনের বেড়া দিয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই জেটি নির্মাণ করছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করে সোনারগাঁ ভূমি অফিসের কানুনগো ফয়জুর রহমানসহ এসিল্যান্ড অফিসের সঙ্গীয় টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মর্ডান গ্রুপের নদী দখলের সত্যতা পেয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রশাসন।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, নদী দখলের ব্যাপারে আমরা বেশ শক্ত অবস্থানে রয়েছি। আপাতত মর্ডান গ্রুপের কাজ বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সমন্বয় কর্মকর্তা মো. সেলিম শেখ বলেন, নদীর মধ্যে কোনো কিছু করার পারমিশন বিআইডব্লিউটিএ তো দেয়ই না, অন্য কোনো সংস্থারও দেওয়ার এখতিয়ার নেই। বিআইডব্লিউটিএ যদি পারমিশন দেয় তখন উল্লেখ করে দেয়, নদীর জায়গায় এক ইঞ্চিও ঢোকা যাবে না। শিল্প কারখানার ক্ষেত্রে নিজস্ব জমিতে করতে পারবে। নদীর জায়গা কেউ দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাসুদ কামাল বলেন, এ বিষয়ে আমি এখন বলতে পারছি না। লিস্ট দেখে বলতে পারব। তবে নদী দখলের কোনো প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : বগুড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা : স্বামী পলাতক

মডার্ন গ্রুপের চেয়ারম্যান মুসতাক আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা মেঘনার তীরে জেটি করার জন্য বিআইডব্লিউটিএর কাছে আবেদন করেছি। এখন অনুমোদনের অপেক্ষায় আছি।’

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড