• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পঞ্চগড়ে ৫ মিলিমিটারের বৃষ্টিপাত, জনজীবন বিপর্যস্ত

  পঞ্চগড় প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৬
বৃষ্টি
হিমেল হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে পঞ্চগড়ে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি (ছবি : দৈনিক অধিকার)

মৌসুমি লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থানের কারণে পঞ্চগড়ের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই হিমালয় সংলগ্ন এই জেলায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বেলা গড়িয়ে বিকাল হলেও জেলাব্যাপী হিমেল বাতাস ও ঠান্ডা আবহাওয়ার সঙ্গে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

আবহাওয়া অফিসের তথ্য মতে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনাসহ আশপাশের জেলা এবং সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গাতেও।

এ দিকে, বৃষ্টির কারণে পঞ্চগড়ে ঠান্ডা অব্যাহত রয়েছে। সূর্যের দেখা মেলেনি সারাদিন। তাই হিমেল বাতাসের সঙ্গে বেড়েছে ঠান্ডার তীব্রতা। একই সঙ্গে বৃষ্টির কারণে স্কুলগামী ছাত্র-ছাত্রী, চাকরিজীবী, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে দিন পার করছেন হতদরিদ্ররা।

মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : যশোরে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, ‘মঙ্গলবার ঝড়ো হাওয়াসহ ৫ মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড