• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  গোপালগঞ্জ প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১২
সড়ক অবরোধ
সড়ক অবরোধ করে বিক্ষোভকালে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

দ্বিতীয় শিফট চালুর দাবিতে মানববন্ধনসহ ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ পালিত হয়।

এ দিন দ্বিতীয় শিফট চালুর দাবিতে শিক্ষার্থীরা প্রথমে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে ওই স্থানের মহাসড়ক দখল করে বিক্ষোভ করতে থাকে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার দুই পাশে আটকা পড়ে ছোট-বড় অসংখ্য যানবাহন।

পরে খবর পেয়ে পুলিশ, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে মহাসড়ক অবরোধ তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাইনুল আহসান দৈনিক অধিকারকে বলেন, ‘আমরা একই শিক্ষক দিয়ে দুটি শিফট চালিয়ে আসছিলাম। প্রায় দেড় বছর আগে সরকার ওই সমস্ত শিক্ষকদের ভাতা কমিয়ে দেয়। ফলে শিক্ষকরা আন্দোলনে যায়। এরপর সরকারের সঙ্গে শিক্ষক নেতৃবৃন্দের মধ্য একটি সমঝোতা হওয়ার কথা চললে শিক্ষকরা পুনরায় দ্বিতীয় শিফটে ক্লাস নেওয়া শুরু করেন। কিন্তু গত সপ্তাহ থেকে শিক্ষকরা আবারও দ্বিতীয় শিফটে ক্লাস নেওয়া বন্ধ করে দেয়। এ নিয়ে আজ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।’

আরও পড়ুন : যশোরে সড়কে ঝরল স্কুল শিক্ষকের প্রাণ

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা মন্ত্রণালয়সহ শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করেছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড