• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারায়ণগঞ্জে রাজউকের ১২ লাখ টাকা জরিমানা

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত (ছবি : ফাইল ফটো)

নারায়ণগঞ্জে অনুমদোনহীন তিনটি অবৈধ ভবন ভেঙে দিয়ে ১২ লাখ টাকা জরিমানা করেছেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ফতুল্লার ভুইগর এলাকায় রাজউক জোন-৮-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াসমিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমানসহ অন্যান্যরা।

অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান জানান, রাজউকের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে ভবন নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে নজরুল ইসলামের মালিকানাধীন ইবনে সিনা ফুড অ্যান্ড কেমিক্যাল কারখানাকে ১০ লাখ টাকা এবং হাজী আবদুল মান্নানের মালিকানাধীন নওগাঁ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সপকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অবৈধ ভবন ভেঙে দেওয়াসহ একই অভিযোগে অলিউল্লাহর মালিকানাধীন একটি সাত তলা ভবন ভেঙে দেওয়া হয়েছে। তবে সাততলা ভবনটির মালিককে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করতে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

তিনি আরও জানান, অবৈধ ভবনের তালিকা অনুযায়ী তাদের উচ্ছেদ করতে প্রতি মাসেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড