• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশকে মারধরের ঘটনায় দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার

  বগুড়া প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৪
গ্রেপ্তার
গ্রেপ্তার (ছবি : প্রতীকী)

বগুড়ার নন্দীগ্রামে যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মোহন্ত ও তার সহযোগীদের হাতে মারধরের শিকার হয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল আব্দুল মতিন।

এ ঘটনায় যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকে দুলাল পলাতক রয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে পুলিশ কনস্টেবল আব্দুল মতিন বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি দুলাল মোহন্ত মাতাল অবস্থায় তার সহযোগীদের সঙ্গে নিয়ে কনস্টেবল আব্দুল মতিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঞ্ছিত করেন। এরপর পুলিশ আব্দুল মতিনকে উদ্ধার করে।

এ সময় দুলাল পালিয়ে গেলেও পুলিশ সুমন ও প্রশান্ত নামে যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে। রাতেই পুলিশ দুলাল মোহন্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুন : বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর বলেন, এ ঘটনায় ভাইস চেয়ারম্যান দুলালসহ ছয়জনের নামে মামলা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড