• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলায় বিদ্যুৎ বিলের দাবিতে একক অবস্থান কর্মসূচি

  নীলফামারী প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯
বিদ্যুৎ বিল
বিদ্যুৎ বিল বাংলায় করার দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন আইয়ুব আলী (ছবি : দৈনিক অধিকার)

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিদ্যুৎ বিল বাংলায় করার দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন আইয়ুব আলী নামে এক ব্যক্তি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ১ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। বিদ্যুৎ বিল ইংরেজি ভাষার পরিবর্তে বাংলা ভাষায় দেওয়ার গণমানুষের প্রাণের দাবি সম্বলিত ব্যানারের সামনে বসে তিনি এককভাবে এ দাবি জানান।

এ সময় আইয়ুব আলী বলেন, একটি রিটের প্রেক্ষিতে ২০১৪ সালের ১৫ মে থেকে সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এছাড়া ২০১৮ সালের ৩০ আগস্ট বিদ্যুৎ বিল বাংলায় প্রস্তুত করতে অফিস আদেশ জারি করা হলেও আজও ইংরেজি ভাষায় বিদ্যুৎ বিল প্রস্তুত করা হচ্ছে।

আরও পড়ুন : সহকারী শিক্ষক নি‌য়োগ : প্যা‌নেল গঠ‌নের মাধ্য‌মে নি‌য়োগের দাবি

পরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসানের হাতে তুলে দেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড