• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিজভীর ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

  টাঙ্গাইল প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫২
বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে (ছবি : দৈনিক অধিকার)

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই টাঙ্গাইল আনসার ক্যাম্প রোড এলাকায় খণ্ড খণ্ড মিছিলে বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সমবেত হতে থাকে।

পরে যৌথ একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আসলে পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে দলটি।

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহীদুল ইসলাম বাবু প্রমুখ।

বর্তমান সরকারের সমালোচনা করে সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেন মুক্তি দেওয়া হয় না? সরকার কি খালেদা জিয়াকে ভয় পায়?

এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানানোর পাশাপাশি রুহুল কবির রিজভীর ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেন।

আরও পড়ুন : জাতীয় স্মৃতিসৌধের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিক্ষোভ মিছিলে টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসনুজ্জামিল শাহীন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মেহেদী হাসান মৃদুল, মনির মিয়া, আলমগীর হোসেন, মিজানুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েলসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড