• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মান্দায় বিকাশ কর্মীকে ছুরিকাঘাত, আটক ৩ 

  নওগাঁ প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৩
নওগাঁ
মান্দা (ছবি : দৈনিক অধিকার)

নওগাঁর মান্দায় বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ তাদের আটক করেছে মান্দা থানা পুলিশ।

আটককৃতরা হলো- জেলার মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল মালেক (২৫) ও একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে আব্দুল হান্নান (২৪) এবং মঞ্জিলতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল রানা (২৩)।

মান্দা থানা সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে দুই বিকাশ কর্মীকে মারপিট ও ছুরিকাহত করে মোটরসাইকেলসহ টাকা ছিনতাই করেছিল তারা।

ছিনতাইকারীদের মারপিটে নওগাঁ সদর উপজেলার চকদেব ডাক্তার পাড়া এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে শামীম হোসেন এবং হাঁপানিয়া এলাকার ইসাহাক আলীর ছেলে জাহিদ হাসান নামে দুই বিকাশ কর্মী আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন : মুন্সিগঞ্জে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ২৮ ফেব্রুয়ারি

মান্দা থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন দৈনিক অধিকারকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড