• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

  সুনামগঞ্জ প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৩
সুনামগঞ্জ
মানববন্ধনে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় সবাইকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৮) প্যানেল বাস্তবায়ন কমিটি সুনামগঞ্জের সদস্যগণ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা প্যানেল বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সবাইকে প্যানেলের মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৮) প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কার্যকরী কমিটির সদস্য আলমগীর হোসেন কয়েছ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগ না করায় যোগ্যতা সম্পন্ন শিক্ষক প্রার্থী থাকার পরও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে তাদের চাকরির বয়সের সময়সীমা পেরিয়ে যাচ্ছে। এতে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর সৃষ্টি হচ্ছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড