• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

  বগুড়া প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৪
বিদ্যুৎস্পৃষ্টে নিহত
পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে ওই লাইনম্যান নিহত হয় (ছবি : প্রতীকী)

পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বগুড়ার সোনাতলা উপজেলায় দেবী লাল সরকার নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের রানীরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবী লাল সরকার রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি গ্রামের বিনত চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, রানীরপাড়া গ্রামের আব্দুল ছাত্তারের বাড়ির পশ্চিম পাশের একটি জমিতে হেলে থাকা বৈদ্যুতিক খুঁটির মেরামত করতে সকালে সোনাতলা পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান নুরে আলম, দেবী লাল সরকার, স্থানীয় রাইস মিল মালিক জাহিদুল ইসলাম মফাসহ একজন ভ্যানচালক ঘটনাস্থলে আসেন। পরে হঠাৎ করেই এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা লাইনম্যান নুরে আলম দৈনিক অধিকারকে বলেন, বিদ্যুৎ বন্ধ করে ৪০ মিনিট কাজ করার পর হঠাৎ করেই বিদ্যুৎ চলে আসে। এ সময় দেবী লাল সরকার ও জাহিদুল ইসলাম বৈদ্যুতিক তার টানছিল। বিদ্যুৎ চলে আসায় তারে জড়িয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

আরও পড়ুন : লোহাগাড়ার ত্রাস ভয়ংকর কালো মিজান

পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক লাইনম্যান দেবী লাল সরকারকে মৃত ঘোষণা করেন। এছাড়া জাহিদুল ইসলাম বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সোনাতলা পল্লী বিদ্যুতের এজিএম রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি বিষয়টিতে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড